নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে নিহত একই পরিবারের ৭ জন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি মাইক্রোবাস সড়ক থেকে ছিটকে পাশের খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া উইং কর্মকর্তা তালহা বিন জাসিম জানান, আজ বুধবার সকাল ৫টা ৪০ মিনিটের দিকে চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, খবর পেয়ে চৌমুহনী ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৬টা ৫ মিনিটে উদ্ধার অভিযান শুরু করে।
এ ঘটনায় নিহত হয়েছেন—লক্ষ্মীপুর সদর উপজেলার চৌপল্লী গ্রামের বুলি বেগম (৫৫), লাভনী বেগম (৩৫), রেশমা আক্তার (১০), মীম আক্তার (২), লামিয়া আক্তার (৯), খুরশিদা বেগম (৫৫) ও ফয়জুন নেছা (৮০)।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
তিনি জানান, ঢাকা থেকে মাইক্রোবাস যোগে পরিবারটি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার চৌপল্লী গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাইক্রোবাসটি সড়কের পাশের খালে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ একই পরিবারের সাতজন নিহত হন।
'ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে,' যোগ করেন তিনি।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান দ্য ডেইলি স্টারকে বলেন, মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের পাশের খালে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন।
তিনি বলেন, 'পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। তাকে আটক করতে পারলে দুর্ঘটনার আসল কারণ জানা যাবে।'
Comments