ফরিদপুরে ২ বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ৭

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের কানাইপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের কানাইপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঢাকাগামী রয়েল পরিবহন ও চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত ১০ জন আহত হন।

করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. শফিউদ্দিন জানান, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, 'আহতদের মধ্যে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।'

নিহতরা হলেন—চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুর গ্রামের সাহির উদ্দিনের ছেলে আতিয়ার শেখ (৫৫); নওগাঁর বদলগাছী উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী সাধনা আক্তার (২৩) ও বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের রবি শ্যাম চন্দ্র দাসের ছেলে রণজিৎ চন্দ্র দাস (৪৮)।

Comments

The Daily Star  | English

Govt raises training honorarium, allowances by up to 50%

Trainers at joint secretary level and above will get up to Tk 3,600 per hour, up from Tk 2,500

1h ago