নেত্রকোণায় বিএডিসির পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে দেয়াল ধসে নিহত ৩

নেত্রকোণা শহরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি পরিত্যক্ত ভবন ভাঙার সময় দেয়াল ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হন।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শহরের বিএডিসি কার্যালয় প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে।
সূত্র জানিয়েছে, নয়জন শ্রমিক ভবন ভাঙার কাজ করছিলেন।
নিহতরা হলেন—আটপাড়া উপজেলার অভ্যপাশা গ্রামের মো. আব্দুস সালাম (৪০), সদর উপজেলার হাতখোলা বাজারের হলুদহাটি গ্রামের মো. হান্নান মিয়া (৪০) ও পলাশবাড়ী এলাকার মো. দিপু মিয়া (৩৮)।
নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিযুর রহমান জানান, তারা তিন শ্রমিকের মরদেহ এবং আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো করা হয়।
নেত্রকোণা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, 'ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'
বিএডিসির নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান জানান, ঝুঁকিপূর্ণ ভবন বিক্রি ও অপসারণে ঠিকাদারি প্রতিষ্ঠান 'মেসার্স আল মোবারক হোসেন' গত ২০ মার্চ কার্যাদেশ পেয়েছিল।
'আমরা নিরাপত্তা নিশ্চিত করে কাজ করার নির্দেশ দিয়েছিলাম। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি থাকলে এর দায় ঠিকাদারি প্রতিষ্ঠানকেই নিতে হবে,' বলেন তিনি।
ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মাসুমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে প্রতিবারই বন্ধ পাওয়া যায়।
Comments