রাজধানীতে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া, দগ্ধ একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার বিকেলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুপুর ১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের ১৪ নম্বর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা তিনজন হলেন—লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর বাজার এলাকার বাসিন্দা রফিকুলের ছেলে ফরিদুল ইসলাম (৪০), একই উপজেলার ইসলামনগর গ্রামের তবারক হোসেনের ছেলে রাব্বী (১৭) ও জমগ্রাম এলাকার মৃত তৈয়বুর রহমানের ছেলে লিটন (৩৫)।
পুলিশের ধারণা, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হতে পারে।
রাব্বীর খালাতো ভাই মো. ওয়ালিব জানান, ফরিদুল রাব্বী ও লিটন পেশায় রড মিস্ত্রি ছিলেন। ওই ভবনটির মাত্র একতলার কাজ শেষ হয়েছে। এদিন ওই ভবনের ভূগর্ভস্থ পানির ট্যাংকের ভেতরে তাদের কাজ করার কথা ছিল।
বৈদ্যুতিক বাতি জ্বালানোর পর মই বেয়ে নামার সময় প্রথমে ফরিদুল ট্যাংকের ভেতরে পড়ে যান। এরপর একে একে রাব্বী ও শাহীনুর পড়ে যান। এ ঘটনা দেখে লিটন চিৎকার করে বাকি শ্রমিকদের জড়ো করেন, এরপর তিনজনকে উদ্ধার করতে মই বেয়ে নামার সময় পানিতে পড়ে যান, জানান ওয়ালিব।
তিনি আরও জানান, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে শ্রমিকরা চারজনকে ট্যাংকের বাইরে নিয়ে আসেন। তবে ততক্ষণে তিনজন মারা গেছেন। শাহীনুরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাকিবুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আহত একজন কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।'
Comments