গেন্ডারিয়ায় চুলার আগুনে দগ্ধ ছেলের মৃত্যু, বাবা-মা হাসপাতালে

রাজধানীর গেন্ডারিয়ায় রান্নার চুলা থেকে একটি বাসায় আগুন লাগার ঘটনায় দগ্ধ মেজবাহ উদ্দিন (২৮) মারা গেছেন। তবে দগ্ধ বাবা-মা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
আজ শুক্রবার দুপুরে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, মেজবাহর শরীহের ১০০ শতাংশই পোড়া ছিল। এছাড়া মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমার ৫৫ পুড়ে গেছে। তাদের শ্বাসনালীও পুড়ে গেছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে, সূত্রাপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার হাসান আলি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু তার আগেই আহতদের প্রতিবেশী ও স্বজনরা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক তদন্তে আমাদের ধারণা রান্নার চুলা থেকে আগুন লেগেছে।'
'বাসার সঙ্গে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার আছে। এজন্য আশেপাশের মানুষের ধারণা হয়েছিল, ট্রান্সফরমার থেকে এই আগুন লাগতে পারে। তবে তা সঠিক নয়,' বলেন তিনি।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহেদ বলেন, 'চুলা থেকে আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে গেন্ডারিয়া হরিচরণ রোডের দুইতলা বাসার দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।'
আহতদের এক আত্মীয় ডেইলি স্যারকে বলেন, 'তারা রাতে ঘুমিয়ে ছিল। তবে কীভাবে আগুন লেগেছে আমরা জানতে পারিনি।'
Comments