নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের দগ্ধ ৫

নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বিসিক এলাকার একটি তিনতলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮) এবং তাদের তিন কন্যা মুন্নী (১৪), তিন্নী (১২) ও মৌরী (৬)।
বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশী সবিনয় দাস। তিনি জানান, হঠাৎ তিনি বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান। এরপর চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখেন, মানব চৌধুরীর ঘরে আগুন জ্বললে নেভায়। প্রতিবেশীরা উদ্যোগ নিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মানব চৌধুরীর শরীরের ৭০ শতাংশ, তার স্ত্রীর ৪৫ শতাংশ, মৌরীর ৩৬ শতাংশ, মুন্নীর ২৮ শতাংশ ও তিন্নীর শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশিদুল হাসান বলেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পুলিশ তদন্ত করছে।'
Comments