
রংপুরে এক আলুর পরিবর্তে অন্য আলুর বীজ ও অঙ্কুরিত হবে না এমন বীজ সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি।
একই সঙ্গে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি এ ধরনের প্রতারণার বিষয়ে কৃষকসহ সাধারণ ভোক্তাদের সচেতন করা হচ্ছে।
গতকাল রোববার বিকেলে রংপুর মহানগরীর দর্শনা মোড় ও লালবাগ বাজার এলাকায় নকল ও মেয়াদোত্তীর্ণ বীজ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।

অভিযানে নগরীর দর্শনা মোড় সংলগ্ন কিষাণ হিমাগারে আলুর নকল বীজ সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের নাম ব্যবহার করে প্যাকেজিং ও বিপণন করার অপরাধে অ্যাপোলো ট্রেডার্সকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও, লালবাগ বাজার এলাকার 'রংপুর চাষী ঘর'কে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে দেড় হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বীজ প্রত্যায়ন এজেন্সি।
সে সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মারুফা বেগম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখন আলুর মৌসুম। কেউ কেউ আলুর নকল বীজের ব্যবসা করার চেষ্টা করছেন। আমরা কয়েকটি স্থানে সোর্স ঠিক করে রেখেছি। সংবাদ পেলেই সেখানে অভিযান পরিচালনা করছি।'
'জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ করছে।'
Comments