আলুর মৌসুমে প্রতারণার ফাঁদ

আলু বীজ নিয়ে প্রতারণা : আলু চাষের মৌসুমে রংপুরে আলু বীজ নিয়ে প্রতারণার অপরাধে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
আলুর মৌসুমে বিপণনের জন্য এক আলুর পরিবর্তে অন্য আলুর বীজ, অঙ্কুরিত হবে না এমন বীজ ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির চেষ্টা চলছে। ছবি: কংকন কর্মকার/স্টার

রংপুরে এক আলুর পরিবর্তে অন্য আলুর বীজ ও অঙ্কুরিত হবে না এমন বীজ সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি।

একই সঙ্গে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি এ ধরনের প্রতারণার বিষয়ে কৃষকসহ সাধারণ ভোক্তাদের সচেতন করা হচ্ছে।

গতকাল রোববার বিকেলে রংপুর মহানগরীর দর্শনা মোড় ও লালবাগ বাজার এলাকায় নকল ও মেয়াদোত্তীর্ণ বীজ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।

আলু বীজ নিয়ে প্রতারণা : আলু চাষের মৌসুমে রংপুরে আলু বীজ নিয়ে প্রতারণার অপরাধে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
দিনাজপুরে আলু খেত পরিচর্যা করছেন কৃষক। ছবি: কংকন কর্মকার/স্টার

অভিযানে নগরীর দর্শনা মোড় সংলগ্ন কিষাণ হিমাগারে আলুর নকল বীজ সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের নাম ব্যবহার করে প্যাকেজিং ও বিপণন করার অপরাধে অ্যাপোলো ট্রেডার্সকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও, লালবাগ বাজার এলাকার 'রংপুর চাষী ঘর'কে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে দেড় হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বীজ প্রত্যায়ন এজেন্সি।

সে সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মারুফা বেগম।

আলু বীজ নিয়ে প্রতারণা : আলু চাষের মৌসুমে রংপুরে আলু বীজ নিয়ে প্রতারণার অপরাধে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রংপুরে আলু বীজ নিয়ে প্রতারণার অপরাধে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি। ছবি: সংগৃহীত

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখন আলুর মৌসুম। কেউ কেউ আলুর নকল বীজের ব্যবসা করার চেষ্টা করছেন। আমরা কয়েকটি স্থানে সোর্স ঠিক করে রেখেছি। সংবাদ পেলেই সেখানে অভিযান পরিচালনা করছি।'

'জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ করছে।'

Comments

The Daily Star  | English
Rice_market

Development is not just about macroeconomic progress

Do macroeconomic concepts reflect the realities on the ground?

13h ago