ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক নারীকে তার স্বামী কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক নারীকে তার স্বামী কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চাঁদবা-একতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে নিহত পারুল খাতুনের স্বামী মতিয়ার রহমান পলাতক। মতিয়ার ওই গ্রামের কুড়োল মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতে পারুলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন মতিয়ার। এরপর পারুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তিনি পালিয়ে যান। মিতা ও রিতা নামে তাদের ২ মেয়ে আছে। নিহত পারুলের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। 

পারুলের মেয়ে রিতা খাতুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মঙ্গলবার রাতে মাকে কুপিয়ে হত্যা করেন বাবা। পরে তিনি ফোন করে বিষয়টি নানাবাড়িতে জানান।'

পারুলের ভাই মিজানুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাত ১২টার দিকে ২ জনের মধ্যে ঝগড়া বাঁধে। এসময় স্থানীয়রা সেটি মীমাংসা করে দেন। এরপর রাত সাড়ে ৩টার দিকে মতিয়ার পারুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। পরে রিতা ফোন করে জানায় যে, তার মাকে হত্যা করা হয়েছে।'   

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত মতিয়ার রহমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

Comments