পান্থপথে আবাসিক হোটেল থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে এক চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে এক চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে সংবাদ পেয়ে পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীকের (২৭) মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনিবিষয়ক কোর্সে পড়ছিলেন।

নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, ওই আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজার সঙ্গে উঠেছিলেন জান্নাতুল। ধারণা করা হচ্ছে রেজাউল জান্নাতুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছেন।

রেজাউল ও জান্নাতুলের মধ্যে সম্পর্ক ছিল। রেজাউলকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজার সঙ্গে জান্নাতুল উঠেছিলেন।'

'রাতে পুলিশকে খবর দিলে হোটেলটির চতুর্থ তলার ৩০৫ নম্বর কক্ষের বিছানার ওপর থেকে গলাকাটা অবস্থায় জান্নাতুলের মরদেহ উদ্ধার করা হয়।'

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Comments