টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ মিয়ানমারের একজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১৪) সদস্যরা।

কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ মিয়ানমারের একজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১৪) সদস্যরা।

আজ মঙ্গলবার ক্যাম্প-২৬ শালবাগান থেকে তাকে আটক করা হয়।

আটক মো. আইয়ুব (২০) টেকনাফের উখিয়ার হাকিমপাড়া ক্যাম্প-১৪-এর 'এ' ব্লকের জাফর আলমের ছেলে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন সদস্যরা ব্লক রেইড করার সময় তাকে ওই এলাকা থেকে আটক করে।

তিনি আরও বলেন, 'তিনি রোহিঙ্গা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য, তার কাছ থেকে একটি লাইট গান (এলজি) এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।'

এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments