সিলেটে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার

বাইরে থেকে তালাবদ্ধ একটি ফ্ল্যাটের ভেতর থেকে দুর্গন্ধ আসছিল। তা টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ সেই ফ্ল্যাটের ভেতর থেকে এক নারীর প্রায় গলিত মরদেহ ও জীবিত এক শিশুকে উদ্ধার করেছে।
স্টার ডিজিটাল গ্রাফিক্স

বাইরে থেকে তালাবদ্ধ একটি ফ্ল্যাটের ভেতর থেকে দুর্গন্ধ আসছিল। তা টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ সেই ফ্ল্যাটের ভেতর থেকে এক নারীর প্রায় গলিত মরদেহ ও জীবিত এক শিশুকে উদ্ধার করেছে।

আজ বুধবার ভোররাত ১২টার দিকে সিলেট নগরীর বালুচর এলাকার সেকান্দর মহলের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ওই নারীর নাম আফিয়া বেগম (৩১)। ২ বছর আগে ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে তিনি বসবাস শুরু করেন। তার স্বামী ওমানপ্রবাসী।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে খাটের ওপর ওই নারীর মরদেহ দেখতে পাই। মরদেহটি পঁচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পাশেই তার ২ বছর বয়সী শিশু সন্তান পড়ে ছিল। ওই শিশুর দেহে শ্বাসপ্রশ্বাস রয়েছে টের পেয়ে দ্রুত তাকে হাসপাতালে পাঠাই।'

'মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা যাচ্ছে অন্তত ২ বা ৩ দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে। হাতে শুকিয়ে যাওয়া রক্তের দাগও রয়েছে। শিশুটি না খেয়ে প্রায় অচেতন অবস্থায় পড়ে ছি ', বলেন তিনি।

বাসায় চুরি-ডাকাতির কোনো আলামত মেলেনি জানিয়ে ওসি বলেন, 'ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।'

Comments