কানাডা থেকে পারিবারিক অনুষ্ঠানে এসে পি কে হালদারের ২ সহযোগী গ্রেপ্তার

দেশ ত্যাগের সময় পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎকারী পিকে হালদারের সহযোগী ২ নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। 
গ্রেপ্তার শারমিন আহমেদ (৪২) ও তানিয়া আহমেদ (৩৭)। ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশ ত্যাগের সময় পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎকারী পিকে হালদারের সহযোগী ২ নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। 

আজ বুধবার ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শারমিন আহমেদ (৪২) ও তানিয়া আহমেদ (৩৭) । তারা সম্পর্কে বোন এবং তাদের বাবা খবিরউদ্দিন পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির পরিচালক ছিলেন।

আজ রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, খবিরউদ্দিন পরিবারের সদস্যদের নামে ২০০ কোটি টাকা ঋণ নিয়েছেন। কিন্তু কেউ ঋণ পরিশোধ করেননি। খবিরউদ্দিনের ২ মেয়ে শারমিন ও তানিয়া ২০০৩ সাল থেকে কানাডায় অবস্থান করছেন। তারা বিদেশে থাকা অবস্থায় একজন ৩২ কোটি এবং আরেকজন ৩৪ কোটি টাকা ঋণ নিয়েছেন।

খন্দকার আল মঈন জানান, তারা ২৮ জুলাই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দেশে আসেন। এতদিন তারা আত্মগোপনে ছিলেন। আজ ভোরে কানাডায় চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। এর আগে অ্যাম্বুলেন্সে করে তাদের মালামাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো হয়। গ্রেপ্তারে সময় প্রথমে তারা তাদের পরিচয় গোপন করেন।

তাদের বাবা খবিরউদ্দিন জামিনে আছেন। এবছরের ১৯ এপ্রিল তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়। কিন্তু তারা তা অমান্য করেন, যোগ করেন তিনি।

Comments