সাভারে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

খালেদ মিয়া। ছবি: সংগৃহীত

সাভারে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে খালেদ মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে পৌর এলাকার কাজী মোকমাপাড়া এলাকায় নিজ বাড়িতে স্ত্রী মণি বেগমকে (৩৪) মারধর করেন খালেদ। আজ সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মণি।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, মণি বেগমকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ প্রয়োগ করছিলেন স্বামী খালেদ মিয়া। মণি এই দাবি মেনে না নেওয়ায় তাকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে গুরুতর আহত করেন খালেদ।

আহত অবস্থায় মণিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক মাহদুম বলেন, 'নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে খালেদ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে কীভাবে মৃত্যু হয়েছে।'

Comments

The Daily Star  | English

Govt firm against attacks on media

Attacks on any newspapers will not be tolerated, said Shafiqul Alam, press secretary to the chief adviser

40m ago