১৪৪ ধারা ভঙ্গের মামলায় ২৪ বছর পর খালাস পেলেন বিএনপির ৪৬ নেতাকর্মী

প্রতীকী ছবি

রাজশাহীতে ২৪ বছর পর ১৪৪ ধারা ভঙ্গের একটি মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে মামলার ৪৬ আসামির সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আসামিরা সবাই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

আজ মঙ্গলবার রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার রায় ঘোষণা করা হয়। 

আসামিপক্ষের আইনজীবী মুন্সি আবুল কালাম আজাদ বলেন, '১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুঠিয়া উপজেলার শিবপুরে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে মামলাটি করা হয়েছিল। প্রথমে আসামি ছিলেন ২৪ জন, পরে তা বাড়িয়ে ৪৬ জন করা হয়। সেসময় অভিযোগে পুলিশের কাজে বাধা দেওয়াসহ আরও কয়েকটি অপরাধের কথা বলা হয়েছিল। আজকের রায়ে সব আসামি খালাস পেয়েছেন।'

তিনি আরও জানান, এ মামলায় বিএনপির সাবেক মন্ত্রী কবীর হোসেন, প্রয়াত কামরুল মনির, সাবেক এমপি নাদিম মোস্তফা, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিকসহ প্রভাবশালী অনেকে নেতা আসামি ছিলেন। 

তাদের মধ্যে কামরুল মনির মারা গেছেন। রায় ঘোষণার দিন অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী কবীর হোসেন, সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফাসহ আরও কয়েকজন। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় আদালত সবাইকে খালাস দিয়েছেন বলে জানান তিনি।

 

Comments

The Daily Star  | English
Strategies we can employ in tariff talks with the US

Strategies we can employ in tariff talks with the US

We must realise that the US has started the tariff war with a political agenda.

5h ago