ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

আগামী ৭ দিনের মধ্যে ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করতে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
ছবি: আলম পলাশ/স্টার

আগামী ৭ দিনের মধ্যে ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করতে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

আজ রোববার মো. মাহমুদুল হাসান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠিয়ে বলেন, বাংলাদেশের মানুষের চাহিদা বিবেচনা না করেই বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে।

আইনি নোটিশে তিনি বলেন, দাম বেশি হওয়ায় দেশের দরিদ্র মানুষের ইলিশ মাছ কেনার সামর্থ্য নেই।

এতে আরও বলা হয়েছে, ভারতে ইলিশ রপ্তানির কারণে দেশের বাজারে এর দাম বেড়ে গেছে।

রপ্তানি নীতি ২০২১-২০২৪ এর উল্লেখ করে নোটিশে মাহমুদুল হাসান বলেন, ইলিশ মাছ রপ্তানিযোগ্য পণ্য নয়। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের জনগণের স্বার্থ উপেক্ষা করে এবং আইন লঙ্ঘন করে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, সরকার ৭ দিনের মধ্যে ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ না করলে তিনি যথাযথ আইনি ব্যবস্থা নেবেন।

Comments