ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে ছাত্র অধিকারের মামুনকে অব্যাহতি

স্টার অনলাইন গ্রাফিক্স

ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাবি শিক্ষার্থীর দায়ের করা মামলা থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংগ্রাম পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

আজ সোমবার ঢাকা সাইবার ট্রাইবুনালের বিচারক আসসামস জগলুল হোসাইন এই আদেশ দেন।

আদেশের আগে মামুনের আইনজীবী মামলার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

২০২০ সালের ২২ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী।

মামলার এজেহারে মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি নুরুল হক নুর এবং অন্য ৪ জন তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে তার বিরুদ্ধে কুৎসা রটনা করেন।

মামলার বিবৃতিতে বলা হয়, নুর বিষয়টি নিয়ে সালিশের নামে 'সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে তার বিরুদ্ধে কুৎসা রটায়'।

তদন্ত শেষে কোতোয়ালী থানার পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান এবং মামলার তদন্ত কর্মকর্তা গত বছরের ৮ জুন শুধুমাত্র মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং নুর ও আরও ৪ জনের নাম অভিযোগপত্র থেকে বাদ দেন।
তদন্ত প্রতিবেদনের পর গত বছরের ৫ অক্টোবর একই ট্রাইব্যুনাল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ গ্রহণ করে নুরসহ ৪ জনকে এ মামলায় অভিযোগ থেকে অব্যাহতি দেন।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago