ব্লগার নাজিম হত্যা: অভিযোগ গঠনে শুনানির দিন ২০ অক্টোবর পর্যন্ত পেছাল

ব্লগার নাজিম উদ্দিন সামাদ হত্যা মামলায় সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর (বরখাস্ত) জিয়াসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৯ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন আগামী ২০ অক্টোবর পর্যন্ত পিছিয়েছেন আদালত।
নিহত ব্লগার নাজিম উদ্দিন সামাদ। ছবি: সংগৃহীত

ব্লগার নাজিম উদ্দিন সামাদ হত্যা মামলায় সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর (বরখাস্ত) জিয়াসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৯ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন আগামী ২০ অক্টোবর পর্যন্ত পিছিয়েছেন আদালত।

কারাগারে থাকা ৪ আসামি আজ মঙ্গলবার আদালতে আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবী নিয়োগের সময় চাওয়ায় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ আদেশ দেন।

২০১৬ সালের ৬ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নাজিমকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

এ মামলায় বাকি ৮ আসামি হলেন— আকরাম হোসেন, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান সিয়াম, শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের, আসাদুল্লাহ ওরফে ফয়জুল, সাব্বিরুল হক চৌধুরী, জুনায়েদ আহমেদ ওরফে মাওলানা জুনায়েদ ও রশিদুন নবী ভূঁইয়া ওরফে তাহসিন।

অভিযোগপত্র অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে এ পর্যন্ত আনসার আল ইসলামের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং বরখাস্তকৃত মেজর জিয়াসহ ৫ জন পলাতক আছেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান সিয়াম, শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ও আসাদুল্লাহ ওরফে ফয়জুল।

পলাতক আসামিরা হলেন— মেজর জিয়া, আকরাম হোসেন, সাব্বিরুল হক চৌধুরী, রশিদুন নবী ভূঁইয়া ওরফে তাহসিন ও জুনায়েদ আহমেদ ওরফে মাওলানা জুনায়েদ।

ট্রাইব্যুনাল জানায়, ইতোমধ্যে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ করার আদেশ দেওয়া হয়েছে। ২টি জাতীয় দৈনিকে একটি গেজেট প্রকাশ করা হয়েছিল, যাতে আসামিদের যথাসময়ে হাজির হতে বলা হয়েছে। অন্যথায় তাদের অনুপস্থিতিতেই বিচারকার্য চলবে বলে সেখানে উল্লেখ করা হয়েছে।

২০২০ সালের ১৮ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনী মামলার ৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

Comments