ব্লগার নাজিম হত্যা

আনসার আল ইসলামের ৯ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

নিহত ব্লগার নাজিম উদ্দিন সামাদ। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্লগার নাজিম উদ্দিন সামাদ হত্যা মামলায় আনসার আল ইসলামের নয় সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

আজ বৃহস্পতিবার সিটিটিসির উপকমিশনার সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা মঙ্গলবার ঢাকার একটি আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দিয়েছি।’

অভিযোগপত্র অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে এ পর্যন্ত চার আনসার আল ইসলাম সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং বরখাস্তকৃত মেজর জিয়াসহ পাঁচ জন পলাতক আছে। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রশিদুন নবী ভূঁইয়া, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান ও শেখ আবদুল্লাহ।

পলাতকরা হলেন- মেজর জিয়া, ওয়ালিউল্লাহ, সাব্বিরুল হক ওরফে কোনিক, মাওলানা জুনায়েদ আহমেদ, এবং আকরাম হোসেন।

২০১৬ সালের ৬ এপ্রিল হামলাকারীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী নাজিমকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago