স্বর্ণের চেইন গিলে ফেলেন ছিনতাইকারী, ভিক্ষুকের হাতে ধরা
তরুণীর স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গিলে ফেলেছিলেন ছিনতাইকারী। উত্তরা পশ্চিম থানার ৩ নং সেক্টরের কুশল সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। এক ভিক্ষুক তাকে জাপটে ধরে আটকে ফেলেন।
ওই ভিক্ষুকের নাম বাবর মিয়া (৬০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা। ছিনতাইকারী সবুজের (৩৬) বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়ায়। তাকে বমি করিয়ে চেইন উদ্ধার করা হয়েছে। সাহসিকতার জন্য বাবর মিয়াকে পুরস্কৃত করেছে পুলিশ।
গতকাল সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আঁখি মনি সিভার গলার চেইন ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন সবুজ। সিভা চিৎকার করলে আশেপাশের লোকেরা সবুজের পিছু নেয়। সেখানে ভিক্ষা করছিলেন বাবর মিয়া। সবুজকে পালাতে দেখে তিনি পথরোধ করেন এবং হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে ফেলে দেন, এরপর জাপটে ধরেন। পরে আশেপাশের লোকজন তাকে পুলিশে সোপর্দ করেন। আটকের পর সবুজ চেইন গিলে ফেলেন। পরে আবার বমি করে চেইন উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
ছিনতাইকারী সবুজের খালু সিদ্দিকুর রহমানের বরাতে উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন দ্য ডেইলি স্টারকে বলেন, সবুজ গত ১৫ বছর ধরে ছিনতাই করছেন। তিনি ছিনতাই করেই চেইন গিলে ফেলেন। তিনি মূলত নারীদের স্বর্ণালঙ্কার ছিনতাই করেন।
সবুজ গত বছর ২৩ সেপ্টেম্বর ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। প্রায় ৬ মাস কারাগারে থেকে মুক্তি পান। বের হয়ে আবার ছিনতাইয়ে জড়িয়ে পড়েন তিনি।
Comments