পদ্মা সেতুর নাট-বল্টু খোলা বায়েজিদের জামিন স্থগিত

supreme court
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খোলার ঘটনায় দায়ের করা মামলার আসামি বায়েজিদ তালহাকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশের ওপর আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

আজ রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনায়েতুর রহিম হাইকোর্টের আদেশের উপর স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

শীর্ষ আদালতের বিচারক রাষ্ট্রপক্ষকে ৩১ অক্টোবরের মধ্যে হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে এই আদালতে লিভ টু আপিল আবেদন করতে বলেছিলেন।

রাষ্ট্রপক্ষের হয়ে আজ আবেদনের শুনানিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম ও শাহিন মৃধা।

গত ১৪ সেপ্টেম্বর বায়েজিদের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় তার জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে নেওয়ার অভিযোগে গত ২৬ জুন ঢাকার শান্তিনগর এলাকা থেকে বায়েজিদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরে এ ঘটনায় বায়েজিদসহ আরও কয়েকজনের বিরুদ্ধে পদ্মা সেতু দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়।

সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পদ্মা সেতুতে দাঁড়ানো বায়েজিদ রেলিং থেকে নাট-বল্টু খুলে নিচ্ছেন।

২৬ সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায়, নাট-বল্টুগুলো আলগা করে রাখছেন আরেক যুবক।

Comments

The Daily Star  | English

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

8m ago