এসএসসি পরীক্ষায় খালাতো ভাইয়ের 'প্রক্সি' দিতে গিয়ে কারাগারে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এসএসসির গণিত পরীক্ষায় খালাতো ভাইয়ের প্রক্সি দিতে গিয়ে আলমগীর হোসেন (১৮) নামে এক তরুণকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওই তরুণকে ১ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন স্থানীয় সৈকত ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার খালাতো ভাই আব্দুর রহমানের গণিত পরীক্ষায় প্রক্সি দিতে গেলে তাকে আটক করা হয়।'
তিনি জানান, আব্দুর রহমান চর জুবলি গ্রামের জসিম উদ্দিনের ছেলে ও স্থানীয় জুবিলী হাবিব উল্যাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
আটকের পর পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্টেশন কার্ড যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে সে খালাতো ভাই আব্দুর রহমানের প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেন আলমগীর।
পরে ভ্রাম্যমাণ আদালত ওই তরুণকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। পরে তাকে চর জব্বর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। অন্যদিকে শিক্ষার্থী আব্দুর রহমানকে চলতি এসএসসি পরীক্ষা থেকে বহিস্কার করা হয়।
চর জব্বার থানার ওসি দেবপ্রিয় দাস বলেন, 'ভুয়া পরীক্ষার্থীকে ১ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করে থানায় সোপর্দের পর তাকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।'
Comments