শ্রীপুরে নাতির বিরুদ্ধে নানাকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরের শ্রীপুরে ৮৮ বছর বয়সী নানা আব্দুল হক মাদবরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতি আবু সালেকের (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় আব্দুল হকের ছেলে হারুন (৫৮) আহত হয়েছেন।

গতকাল শুক্রবার দিনগত রাত ১১টায় উপজেলার রাজাবাড়ী (বড়চালা) গ্রামে এ ঘটনা ঘটে। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন মল্লিক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত নাতি আবু সালেকের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ের মহাখালী গ্রামে। তার বাবার নাম জামাল হোসেন। 

এ বিষয়ে এসআই উজ্জ্বল হোসেন মল্লিক নিহতের ছেলে আহত হারুণের বরাত দিয়ে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আবু সালেক নেশাগ্রস্ত। ধারণা করা হচ্ছে রাতের ওই সময়ে সালেক তার নানার কাছে নেশার টাকা চেয়ে থাকতে পারে। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সে তার নানাকে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় বাবার চিৎকার শুনে ছেলে হারুণ ঠেকাতে গেলে তিনিও আহত হন। এ ঘটনার পর সালেক পলাতক রয়েছেন।'

এসআই আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Chinmoy Das granted HC bail

The bench of Justice Md Atoar Rahman and Justice Md Ali Reza passed the order

11m ago