উত্তরায় ৯ হাজার পিস ইয়াবা, আইসসহ আটক ৩
ঢাকার উত্তরায় ৭ নম্বর সেক্টর এলাকায় ৯ হাজার ৬৮০ পিস ইয়াবা ও ৩ গ্রাম আইসসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা একটি সিকিউরিটি কোম্পানির চাকরির আড়ালে মাদক ব্যবসা করছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইসমাইল (৩২), রবিউল হাসান মামুন (২০) ও মো. জাকারিয়া মাসুদ বাপ্পি (২৬)। এদের মধ্যে প্রথম দুই জন 'এলিট ফোর্স' নামে একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করেন। অন্যজন কাপড় ব্যবসায়ী।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই তিন জন টেকনাফ, ঢাকার উত্তরা ও গাজীপুর কেন্দ্রিক একটি সক্রিয় মাদক চক্রের সদস্য। তারা টেকনাফ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে ঢাকা ও গাজীপুরের মাদক ব্যবসায়ীদের পাইকারি দরে সরবরাহ করতেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।
তারা জানিয়েছেন, সিকিউরিটি কোম্পানিতে গার্ডের চাকরির সুবাদে তাদের কেউ সন্দেহ করত না। তারা নিজেদের মধ্যে যোগাযোগে বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করতেন।
তাদের বিরুদ্ধে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Comments