‘ধর্মীয় অবমাননাকর’ পোস্টের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মুন্সিগঞ্জের গজারিয়ায় ফেসবুকে 'ধর্মীয় অবমাননাকর' পোস্টের অভিযোগের মামলায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শাহিন পাঠান (৪৫) উপজেলার পুরান বাউশিয়া ইউনিয়নের সুরুজ পাঠানের ছেলে। তিনি বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং গজারিয়া উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
গজারিয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, ফেসবুকে গতকাল শাহিন পাঠান একটি পোস্ট করেন। তার ওই পোস্টে ধর্মীয় অবমাননা হয়েছে বলে লিখিত অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তাকে আটক করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
মামলার বাদী উপজেলা ছাত্রলীগের সাধারণ ইউনুস প্রধান বলেন, বিষয়টিকে ইস্যু বানিয়ে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য তিনি থানায় অভিযোগ করেছেন যাতে আইনের মাধ্যমে বিষয়টির সমাধান হয়।
Comments