প্রতিবেশীর শিশু সন্তানকে হত্যার অভিযোগে নারী গ্রেপ্তার

যশোর সদর উপজেলায় প্রতিবেশীর শিশু সন্তানকে হত্যার অভিযোগে আঞ্জুয়ারা বেগম (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
যশোর
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

যশোর সদর উপজেলায় প্রতিবেশীর শিশু সন্তানকে হত্যার অভিযোগে আঞ্জুয়ারা বেগম (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আজ রোববার ভোররাতে উপজেলার পতেঙ্গালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত সানজিদা জাহান (৪) পতেঙ্গালী গ্রামের সোহেল রানার মেয়ে।

আটক আঞ্জুয়ারা বেগম রেজাউল ইসলাম রেজার স্ত্রী। তিনি বেনাপোলের পুটখালী এলাকায় পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

নিহতের মা শরিফা বেগম জানান, সানজিদা গতকাল শনিবার বিকেলের দিকে প্রতিবেশী আঞ্জুয়ারার ছেলের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। তাকে বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে থানায় অভিযোগ করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, 'গতকাল রাতেই সানজিদার মরদেহ প্রতিবেশী আঞ্জুয়ারার ঘর থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মা শরিফার সঙ্গে আঞ্জুয়ারার ঝগড়া হয়েছিল। সেই কারণে তাকে শ্বাসরোধে হত্যা করেন তিনি।'

এ ঘটনায় নিহতের পরিবার আজ বিকেলে কোতোয়ালী থানায় হত্যা মামলা করে বলে জানান ওসি। 

Comments