আশুলিয়া থেকে অপহৃত শিশু ৩ দিন পর কুড়িগ্রামে উদ্ধার

ঢাকা জেলার আশুলিয়া থেকে ৭ বছরের শিশু আরাফাত হোসেনকে অপহরণের ৩ দিন পর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থেকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার মো. শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা জেলার আশুলিয়া থেকে ৭ বছরের শিশু আরাফাত হোসেনকে অপহরণের ৩ দিন পর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থেকে উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার বোয়ালমারীচর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় ১ জনকে আটক করে র‍্যাব।

র‌্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, গত ২ অক্টোবর সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকা থেকে ৭ বছরের শিশু আরাফাত হোসেনকে অপহরণ করা হয়। শিশুটিকে কুড়িগ্রাম নিয়ে আটকে রাখে অপহরণকারীরা। তারা শিশুটির মাকে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

বিষয়টি শিশু আরাফাতের মা র‌্যাবকে জানালে, আজ বৃহস্পতিবার সকালে র‌্যাব-১৩ এর সহায়তায় কুড়িগ্রামের ফুলবাড়ি থানার বোয়ালমারীচর এলাকায় অভিযান চালিয়ে শিশু আরাফাতকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী মো. শফিকুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে আসামির সঙ্গে ওই শিশুর মায়ের পরিচয় থাকায় বাসায় যাতায়াত ছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২ অক্টোবর শিশুর মা কাজে থাকার সুযোগে আইসক্রিম খাওয়ানোর কথা বলে শিশু আরাফাতকে অপহরণ করে শফিকুল।

Comments