সড়কের পাশে ফেলে রাখা ওয়ারড্রবের ভেতরে পাওয়া গেল লাশ
গাজীপুরে সড়কের পাশে ফেলে রাখা ওয়ারড্রবের ভেতর থেকে হাত-পা বাঁধা এক নারী গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাবিনা খাতুনের (৩০) বাড়ি কুড়িগ্রামের উলিপুরের দারারপাড় গ্রামে। তার বাবার নাম আয়নাল হক।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ি এলাকার সিকদার মার্কেটের পাশে গত রাতে পড়ে থাকা একটি নতুন ওয়ারড্রবের ভেতরে মরদেহটি পাওয়া যায়। তার হাত-পা ওড়না ও গামছা দিয়ে বাঁধা ছিল। গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করা ছিল। স্থানীয় গ্রাম পুলিশের সদস্য রেজাউল ইসলামের মাধ্যমে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে মরদেহ ওয়ারড্রবে ঢুকিয়ে একটি পিকআপ ভ্যানে তুলে ফেলে রেখে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিহতের ভাই জসিম উদ্দিন জানান, সাবিনা গাজীপুরের বাসন থানার নাওজোর এলাকার ভাড়া বাসায় একা থাকতেন। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন।
Comments