বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে অনিক কুমার বিশ্বাস (৩০) নামে একজনের জুতার ভেতর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।
১০টি স্বর্ণের বারসহ অনিক কুমার বিশ্বাসকে আটক করে বিজিবি। ছবি: সংগৃহীত

বেনাপোল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে অনিক কুমার বিশ্বাস (৩০) নামে একজনের জুতার ভেতর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে স্বর্ণের চালানসহ তাকে আটক করা হয়। 

আটক অনিক মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপটজেলার বিমলেন্দু বিশ্বাসের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান বেনাপোল রেলস্টেশন এলাকা দিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক যাত্রীকে তল্লাশি করে তার পায়ের জুতার মধ্যে লুকানো ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য আনুমানিক ৯৪ লাখ টাকা।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
 

Comments