২৮ অক্টোবরই বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা ২৮ অক্টোবরই অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার হাইকোর্ট বিভাগের দেওয়া রায় স্থগিত করে চেম্বার আদালত এ আদেশ দেন।
আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের দেওয়া আদেশে নিয়োগ পরীক্ষা নেওয়ার বাধা দূর হলো।
এর আগে গত রোববার এ পরীক্ষা স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে 'কেন এই পদের আবেদনে চাকরিপ্রার্থীদের বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করা হবে না মর্মে' রুল জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
Comments