মাছ ব্যবসার আড়ালে সাবেক ক্রিকেটারের ইয়াবা চোরাকারবার

রাজধানীর উত্তরা এলাকা থেকে ৩৩ হাজার পিস ইয়াবাসহ এরশাদুল হক (৩২) নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃত এরশাদুল হক (ডান থেকে দ্বিতীয়)। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকা থেকে ৩৩ হাজার পিস ইয়াবাসহ এরশাদুল হক (৩২) নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের (উত্তর) উপপরিচালক মো. রাশেদুজ্জামান।

এরশাদুল কক্সবাজার সদরের নুরুল হকের ছেলে।

রাশেদুজ্জামান জানান, ক্রেতা সেজে এই চক্রের সদস্য হুমায়নকে তার স্ত্রীসহ ঢাকার দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গত সোমবার। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর এরশাদুলের অবস্থান সম্পর্কে জানা যায় এবং গতকাল তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এরশাদুল হক নিজেকে কক্সবাজার জেলা ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন বলে দাবি করেছেন। উখিয়ায় তাদের একাধিক মাছের প্রজেক্ট রয়েছে এবং মাছের প্রজেক্টের আড়ালে তিনি ইয়াবার ব্যবসা করতেন বলেও জানিয়েছেন এরশাদুল।

জিজ্ঞাসাবাদে এরশাদুল জানিয়েছেন, ইয়াবা সংগ্রহের জন্য তিনি নিজে মিয়ানমারের ডিলারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতেন এবং নৌ পথে মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহের জন্য রোহিঙ্গাদের ব্যবহার করতেন।

Comments