রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার আসামিসহ আটক ৪১

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪১ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
ছবি: এপিবিএন-এর সৌজন্যে

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪১ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এর মধ্যে ৬ জন হত্যা মামলার আসামি ও ৪ জন অন্যান্য মামলার আসামি রয়েছেন। মাদকসহ আটক করা হয় ৩ জনকে। ২৮ জনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অপরাধে সাজা দেন।

হত্যা মামলার এজাহারভুক্ত ৬ আসামি হলেন—ক্যাম্প-১৮ এর মৃত আবুল হোসেনের ছেলে সৈয়দ আলম (৫৫), মৃত আব্দুল মজিদের ছেলে জুনায়েদ (২৫), আবু তালেবের ছেলে মছন আলী (২০), ক্যাম্প-১৯ এর মৃত মোস্তাক আহম্মদের ছেলে মো. ওসমান (৩৪), ক্যাম্প-১৩ এর জাহিদ হোসাইনের মো. তাহের ওরফে লালা ফুতিয়া (২৫) ও মৃত আমির হামজার ছেলে সোয়াইভ (২৫)।

এ ছাড়া, ক্যাম্প-১৩ এর মৃত নুর আহম্মদের ছেলে দীল হোসাইন (৪৪), মৃত কবির আহম্মদের মোহাম্মদ জোবায়ের (৩৯) ও ক্যাম্প-১৮ এর মৃত এজাহার মিয়ার ছেলে শফিউল্লাহকে (৫৩) মাদকসহ আটক করা হয়েছে।

আজ শনিবার সকালে ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল এপিবিএন 'অপারেশন রুট আউট' নামে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মো. আমির জাফর।

Comments

The Daily Star  | English
IMF lowers Bangladesh’s economic growth

IMF calls for smaller budget amid low revenue receipts

The IMF mission suggested that the upcoming budget, which will be unveiled in the first week of June, should be smaller than the projection, citing a low revenue collection, according to a number of finance ministry officials who attended the meeting.

28m ago