নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জয়নুর রহমান জনি (২৪) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সোয়া ৬টার দিকে চাষাঢ়া রেললাইনের পাশ থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নারায়ণগঞ্জ শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জয়নুর রহমান জনি (২৪) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সোয়া ৬টার দিকে চাষাঢ়া রেললাইনের পাশ থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

চাষাঢ়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের ইলিয়াস হোসেন লালটুর ছেলে। নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলের একটি পোশাক কারখানায় জুনিয়র কোয়ালিটি ইনচার্জ পদে চাকরি করতেন তিনি এবং বিসিক এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার বড় ভাই মো. হাবিব ডেইলি স্টারকে বলেন, 'জাতীয় পরিচয়পত্রের ছবি তোলার জন্য গত বৃহস্পতিবার এক দিনের ছুটিতে গ্রামে এসেছিল জনি। শুক্রবার সন্ধ্যায় তাকে আবার বাসে তুলে দেই। সকালে ফোন করে পুলিশ জানায়, ছিনতাইকারীদের হাতে আমার ভাই খুন হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমার ভাইয়ের সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। এখনো কারখানা থেকে বেতন পায়নি, টাকা-পয়সাও বেশি ছিল না ওর কাছে। সর্বোচ্চ ৩০০ হবে। মোবাইল ফোনও দামি না। কটা টাকা আর মোবাইল ফোনের জন্য আমার ভাইকে মেরে ফেলল ওরা!'

মোখলেসুর বলেন, 'জনির সঙ্গে একটি ব্যাগ থাকলেও তাতে টাকা বা মোবাইল ফোন পাওয়া যায়নি। তিনি ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের পাশে পাওয়া ব্যাগে জনির কর্মস্থলের পরিচয়পত্র পাওয়া যায়। সেখান থেকে তথ্য নিয়ে আমরা তার স্বজনের সঙ্গে যোগাযোগ করেছি।'

Comments