নারায়ণগঞ্জে প্রতারণা মামলায় আ. লীগ নেতাসহ কারাগারে ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতারণার মাধ্যমে জমি বিক্রির অভিযোগে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হান্নান সাউদসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতারণার মাধ্যমে জমি বিক্রির অভিযোগে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হান্নান সাউদসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার গ্রেপ্তারের পর আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত অপর আসামি আয়েছ আলী ভূঁইয়া (৭০)৷

মামলার বাদী শিরিন আক্তার গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সন্তানদের নিয়ে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম৷

তিনি জানান, গ্রেপ্তার দুই জনকে আদালতের মাধ্যমে বিকেলে কারাগারে পাঠানো হয়।

শিরিন আক্তারের অভিযোগ, ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকা জমি বিক্রি করে হান্নান সাউদ ও আয়েছ আলী তার সাথে প্রতারণা করেছেন৷

সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম বলেন, 'ব্যাংকের কাছে মর্টগেজ থাকা তথ্য গোপণ করে জমি বিক্রি করে প্রতারণা করার অভিযোগে রাতে ওই নারী মামলা করেন৷ এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।'

Comments