অপরাধ ও বিচার

ধানমন্ডিতে প্রকৌশলীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

ধানমন্ডিতে গত ২২ অক্টোবর রাতে এক প্রকৌশলীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ধানমন্ডিতে গত ২২ অক্টোবর রাতে এক প্রকৌশলীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রাব্বিকে (১৮) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২২ তারিখ দিবাগত রাত ২টার দিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে লেক এলাকা থেকে প্রকৌশলী শাহাদত হোসেন মজুমদারের (৫১) মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি জানান, ওই হত্যাকাণ্ডের ঘটনায় রোববার রাতে কামরাঙ্গীরচর থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার রাব্বি আদালতে প্রকৌশলী শাহাদতকে হত্যা ও ছিনতাইয়ের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। তার সঙ্গে আরও ৪-৫ জন ছিল বলে জানিয়েছে।

Comments