শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

বগুড়ায় এক শিক্ষার্থীকে ধর্ষণ, হুমকি এবং মারধরের অভিযোগে সরকারি আজিজুল হক কলেজের একজন সহযোগী অধ্যাপককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩-৪ বছর আগে ওই শিক্ষার্থী অভিযুক্ত শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যান। এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সময় অভিযুক্ত শিক্ষক মোবাইলে ওই শিক্ষার্থীর কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ছবি ও ভিডিও দেখিয়ে আবারও ধর্ষণ করেন। কিছুদিন আগে ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি অভিযুক্ত শিক্ষককে জানালে তিনি বাচ্চা নষ্ট করার জন্য হুমকি-ধমকি দেন। 

এজাহারে আরও বলা হয়েছে, গত ৩১ অক্টোবর বিকেলে শহরের জলেশ্বরীতলার একটি রেস্টুরেন্টে ওই শিক্ষার্থীকে ডেকে মারধর করা হয় বলে অভিযোগ করেন এই শিক্ষার্থী।

এ বিষয়ে ওসি নূরে আলম সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ধর্ষণের মামলার পরই ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হবে।'

Comments

The Daily Star  | English

Lottery to decide SP, OC postings during election: Home Adviser

Move aims to prevent candidates from getting preferred officers in their constituencies

46m ago