পটুয়াখালীতে ধানক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ধানক্ষেত থেকে সাকিবুন নাহার (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে মহীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল ১০টার দিকে উপজেলার মহীপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাকিবুব নাহার ওই গ্রামের মৃত ইমাম হোসেনের মেয়ে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে, বিকেলে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত রাতে আলীপুর বাজারে গিয়েছিল সাকিবুন। সেখান থেকে নিখোঁজ হয়। স্বজন খোঁজ করেও তার সন্ধান পায়নি। সকালে ধানক্ষেত্রে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

সাকিবুনের মা শাহিদা বেগম জানান, আমার মেয়েকে কে বা কারা হত্যা করেছে জানি না। আমি হত্যাকারীদের শাস্তি চাই।

Comments