বান্দরবানে ২ কেজি আফিমসহ ইউপি সদস্য আটক

বান্দরবানের থানচি উপজেলার ১ নম্বর রেমাক্রী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জন ত্রিপুরাকে (৪০) ২ কেজি আফিমসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন)।

বান্দরবানের থানচি উপজেলার ১ নম্বর রেমাক্রী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জন ত্রিপুরাকে (৪০) ২ কেজি আফিমসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন)।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বান্দরবান জেলা পরিষদের রেস্ট হাউস সংলগ্ন ভাড়া বাসা থেকে এই ইউপি সদস্যকে আটক করা হয়।

এপিবিএন-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলি আহমদ খান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এপিবিএন সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন-২ এর অতিরিক্ত পুলিশ সুপার বদিউজ্জামানের নেতৃত্বে থানচি থানার একটি ভ্রাম্যমান দল জন ত্রিপুরার বাসায় যৌথ অভিযান চালায়। জন রেমাক্রী ইউনিয়নের কালুপাড়া গ্রামের সাধুরাম ত্রিপুরার ছেলে।

থানছি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক ইমাম হোসেন বলেন, 'আটক জন ত্রিপুরার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলার পর তাকে বান্দরবান ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে।'

Comments