কদমতলীতে আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেপ্তার

ঢাকার কদমতলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ২ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ।

ঢাকার কদমতলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ২ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ।

গতকাল রোববার সন্ধ্যা ৬টায় কদমতলী থানা এলাকা থেকে তাদেরকে পুলিশের একটি দল গ্রেপ্তার করে। তারা হলেন, মো. নাসির হাওলাদার ও সৈয়দ মহিউদ্দিন ওরফে সালমান।

আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তারা অনলাইনে আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা জসিম উদ্দিন রহমানি ও তামিম আল আদনানীর বয়ান শুনে, বিভিন্ন উগ্রবাদী অডিও, ভিডিও দেখে এবং বই পড়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়। এরপর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য হয়ে কথিত জিহাদী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ শুরু করে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সংগঠনের সদস্যরা বিভিন্ন পন্থা অবলম্বন করে সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী পোস্ট, মোটিভেশনাল ভিডিও ও সরকারবিরোধী পোস্ট করে সংগঠনের প্রচার চালায়। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সংবিধানবিরোধী প্রচারণার মাধ্যমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য যুব সমাজকে তথাকথিত জিহাদে যোগদান করতে উদ্বুদ্ধ করে যাচ্ছে। নাশকতার পরিকল্পনা করার জন্য তারা কদমতলীতে জমায়েত হয়েছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Comments