চাঁদপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা, আটক ১

চাঁদপুরের শাহরাস্তিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটকের পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 
চাঁদপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরের শাহরাস্তিতে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটকের পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

গতকাল রোববার রাতে অভিযুক্তকে আটক করা হয়।

শাহরাস্তি থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার প্রথম শ্রেণির শিশুটিকে প্রতিবেশী কিশোর বাড়ির পাশে বাগানে নিয়ে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে। পরে তার লাশ পাশের একটি ডোবায় ফেলে রাখে। 

এ ঘটনায় সোমবার দুপুরে শিশুটির মা থানায় মামলা করে। 

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments