‘বুয়েট শিক্ষার্থী ফারদিনের মাথায় আঘাতের চিহ্ন আছে, এটা হত্যাকাণ্ড’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর ওরফে পরশকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শেখ ফরহাদ।
ফারদিন নূর পরশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর ওরফে পরশকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শেখ ফরহাদ।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ময়নাতদন্ত শেষে তিনি এ তথ্য জানিয়েছেন।

ফরহাদ বলেন, ফারদিনের মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত চিহ্ন আছে। তার বুকের ভেতরেও আঘাতের চিহ্ন আছে। এটি অবশ্যই হত্যাকাণ্ড, পানিতে ডুবে মৃত্যু না।

নিখোঁজের ২ দিন পর গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বনানী ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

Comments

The Daily Star  | English
Ramadan school schedule primary and secondary

Heatwave: primary schools to reopen tomorrow, pre-primary classes to remain shut

Mahbubur Rahman Tuhin, public relations officer of the Ministry of Primary and Mass Education, confirmed the information in a press release today

Now