আদালত অবমাননা আইন অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

বাংলাদেশে গণমাধ্যম এবং সরকারি কর্মকর্তাদের কিছু সুরক্ষা দিয়ে আদালত অবমাননার যে আইন করা হয়েছিল- তা অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করে ৯ বছর আগে যে রায় দিয়েছিলেন হাইকোর্ট, তার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

আদালত অবমাননা আইন-২০১৩ নামের এই আইনটিকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করা আইনজীবী মনজিল মোরসেদ দ্য ডেইলি স্টারকে জানান, সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের বিচারপতিরা রায় লেখা শেষ করে তাতে স্বাক্ষর করার পর ৩৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এই রায় প্রকাশ করা হয়।

তার ভাষ্য, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ক্ষেত্রে উচ্চ আদালতের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, সংবিধানের ১০৮ অনুচ্ছেদ অনুযায়ী এখন থেকে যে কারও বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলাগুলো বিচার করবেন হাইকোর্ট।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর আইনটি বাতিল ঘোষণা করে বলেন, এই আইনে আদালত অবমাননার মামলা মোকাবিলায় আদালতের সাংবিধানিক ক্ষমতা খর্ব করা হয়েছে।

রায়ে আদালত আরও বলেন, এই আইনে সেকশন অব পিপলকে (জনগণের একটা অংশকে) সুরক্ষা দেওয়া হয়েছে, যা বৈষম্যমূলক এবং সংবিধানের ২৭, ১০৮ ও ১১২ অনুচ্ছেদের পরিপন্থী।

Comments

The Daily Star  | English

Iran says it will not violate ceasefire deal unless Israel does

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago