নরসিংদীর চরাঞ্চলে টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে নিহত ১
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে ২ পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।
আজ শনিবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজাদিয়াকান্দি গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
রায়পুরা থানার ডিউটি অফিসার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, সকালে শুরু হওয়া সংঘর্ষ এখনো চলছে। ঘটনাস্থলে ১ জন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন— গজাদিয়াকান্দি গ্রামের আশরাফ আলীর ছেলে আজগর আলী (৫৫)।
স্থানীয়রা জানান, রায়পুরা ইউনিয়নের সাবেক মেম্বার ও রায়পুরা উপজেলা যুবদলের কার্য-নির্বাহী সদস্য শাহ আলম এবং শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য আব্দুল খালেক মিয়ার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ সকাল থেকে সংষর্ঘ শুরু হয়। টেঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষ করেন।
রায়পুরা সার্কেলের পুলিশ সুপার (এসপি) সত্যাজিত কুমার ঘোষ ডেইলি স্টারকে বলেন, 'সকাল ১১টা পর্যন্ত সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।'
আহতদের নরসিংদী সদর হাসপালে পাঠানো হয়েছে বলেও জানান এসপি।
Comments