কর্মচারীর হাত-পা বেঁধে খামারের ৬ গরু নিয়ে গেছে ডাকাতদল

সাভারের একটি ডেইরি ফার্মের কর্মচারীর হাত-পা বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে ৬টি গরু নিয়ে গেছেন ডাকাতরা।
Savar_DS_Map.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

সাভারের একটি ডেইরি ফার্মের কর্মচারীর হাত-পা বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে ৬টি গরু নিয়ে গেছেন ডাকাতরা।

আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গাসমহল এলাকায় সুহাদ ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে।

খামারের ম্যানেজার মো. আব্দুল খালেক দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভোররাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে ১০ বা ১২ জনের অস্ত্রধারী ডাকাতদল প্রথমে খামারের মূল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেসময় রাখালের কক্ষে তালা ভেঙে প্রবেশ করে। এরপর রাখাল মোজাফফর হোসেনের হাত-পা বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতদল গরুর সেডে প্রবেশ করে। সেসময় ১৭টি গরুর মধ্যে তারা ৬টি গরু ট্রাকে করে নিয়ে চলে যায়।'

৬টি গরুর আনুমানিক মূল্য ৮ থেকে ৯ লাখ টাকা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, 'বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ দায়ের করতে বলেছে।'

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ডেইলি স্টারকে বলেন, 'খামার থেকে ৬টি গরু নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।'

Comments