বরিশালে ৬ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

কাগজপত্র জালিয়াতি করে জমি দখল ও হুমকি ধামকির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় বরিশালে ৬ সংবাদকর্মীসহ ৮ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

কাগজপত্র জালিয়াতি করে জমি দখল ও হুমকি ধামকির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় বরিশালে ৬ সংবাদকর্মীসহ ৮ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

জেলা সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলার আবেদন গ্রহণ করে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী মোতালেব হোসেন এজাহারে নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও এলাকাবাসী জানান, তিনি একটি বেসরকারি কোম্পানির সার্ভেয়ার হিসেবে কাজ করতেন। অনিয়মের অভিযোগে ৭-৮ বছর আগে তিনি চাকরিচ্যুত হয়েছিলেন। বরিশাল শহরের ২৯ নম্বর ওয়ার্ডের আবহাওয়া অফিস এলাকায় তার বাড়ি।

মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন। তিনি বলেন, মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামি দম্পতি মোতালেব হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদকে) অভিযোগ দিয়েছিলেন।

মামলার আসামিরা হলেন- মোতালেব হোসেনের বিরুদ্ধে দুদকে অভিযোগকারী ইসমাত সায়লা ও তার স্বামী জাহিদ হোসেন সুরুজ মোল্লা, বরিশাল থেকে প্রকাশিত একটি দৈনিকের স্টাফ রিপোর্টার শিকদার মাহাবুব, বিডি ক্রাইম টোয়েন্টিফোরের সম্পাদক ও প্রকাশক রিপন হাওলাদার, বরিশাল ক্রাইম ট্রেস পোর্টালের প্রকাশক ও সম্পাদক মো. অনিক, বিএইচএস টিভি অনলাইন ডটকমের নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক সাব্বির, ঢাকা পোস্ট ডটকমের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদী হাসান ও দৈনিক মতবাদ পত্রিকার ফটো সাংবাদিক জহিরুল ইসলাম খান রাসেল।

অভিযোগে বলা হয়েছে, ৫টি নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ ইসমাত সায়লা তার ফেসবুক আইডিতে শেয়ার করে লিখেছেন, 'ভূমি দস্যু মোতালেব আমাকে ও আমার পরিবারকে জিম্মি করে রেখেছে। এর বিচার চাই।' ফেসবুকে ইসমাত সায়লার এই পোস্টে তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। একই সঙ্গে ওই নারীর স্বামীও তার ফেসবুক আইডিতে এসব খবর শেয়ার করেন। এজাহারে বলা হয়েছে, নিউজ পোর্টালগুলোতে বাদীর ছবি অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে এবং যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়।

মামলার আসামি সৈয়দ মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে জানান, জালিয়াতির মাধ্যমে অন্যের জমির কাগজ নিজের নামে করে এবং সন্ত্রাসী বাহিনী নিয়ে সেই জমি দখলের অভিযোগে গত ৭ আগস্ট দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দেন বরিশাল সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড সিএন্ডবি পুল সংলগ্ন মীরা বাড়ির বাসিন্দা ইসমাত সায়লা। অভিযোগ দেওয়ার পর তাকে ও তার ভাই বরকত হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মোতালেবের বিরুদ্ধে।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন ইসমাত সায়লা। সর্বশেষ ১৯ নভেম্বর এলাকাবাসী মোতালেবের বিরুদ্ধে সদর রোডে মানববন্ধন করেন এবং জেলা প্রশাসক, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেন। এসব নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, মামলা তদন্তের নির্দেশাবলী সম্বলিত কোনো কাগজ এখনও হাতে পাইনি। কাগজ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Religious affairs ministry directs DCs to maintain peace, order at mazars

The directive was issued in response to planned attacks on shrines, allegedly aimed at embarrassing the interim government

1h ago