গাড়িচাপায় নিহত: চালক গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তি হতে পারে ৫ বছর কারাদণ্ড

চাপা দেওয়ার পর ওই নারীকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায় প্রাইভেটকারটি। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাইভেটকারচাপায় রুবিনা আক্তার নিহতের ঘটনায় গাড়িটির চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক আজহার জাফর শাহকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আহত থাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত রুবিনার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। 

এ ঘটনায় আজ ভোরে নিহত রুবিনা আক্তারের ভাই জাকির হোসেন বাদী হয়ে সড়ক পরিবহন আইনে শাহবাগ থানায় মামলা করেছেন।

সড়ক পরিবহন আইনে দায়ের করা এ মামলায় সর্বোচ্চ শাস্তি ৫ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

সড়ক পরিবহন আইনে দুর্ঘটনা সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে বলা হয়েছে, 'কোনো ব্যক্তির বেপরোয়া বা অবহেলাজনিত মোটরযান চালনার কারণে সংঘটিত দুর্ঘটনায় কোনো ব্যক্তি গুরুতরভাবে আহত হইলে বা তাহার প্রাণহানি ঘটিলে, উক্ত ব্যক্তি অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ড, বা অনধিক ০৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।'

গতকাল বিকাল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক আজহার জাফর শাহের ব্যক্তিগত গাড়ির নিচে পড়ে আটকে যান রুবিনা আক্তার। পথচারীদের বারবার চিৎকার সত্ত্বেও আজহার জাফর শাহ ওই অবস্থাতেই গাড়িটি চালিয়ে যান প্রায় ১ কিলোমিটার।

প্রচণ্ড চাপ ও আঘাতে পিষ্ট হয়ে ওই নারীর মৃত্যু হয়। আজহার জাফর শাহকে গাড়িসহ আটকে উত্তেজিত জনতা গণপিটুনি দেয় এবং গাড়িও ভাঙচুর করা হয়। 

Comments

The Daily Star  | English

CMP chief orders police to open fire if faced with weapons

The verbal directive, issued over wireless on Tuesday night, applies to all CMP personnel

1h ago