সিংড়ায় দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১২, আটক ৯

নাটোরের সিংড়া উপজেলায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
আজ শনিবার দুপুরে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বেড়াবাড়ি গ্রামের বাসিন্দা সাইফুল ও আনোয়ারের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে সাইফুল তার বাড়ি থেকে একনলা বন্দুক বের করে গুলি চালালে ১২ জন আহত গুলিবিদ্ধ হন।
সূত্র আরও জানিয়েছে, সাইফুল ওই গ্রামের বাসিন্দা রেজাউল হত্যা মামলার ৩ নম্বর আসামি। ২০১৬ সালে হত্যার শিকার হন রেজাউল। তিনি আনোয়ারের অনুসারী।
রেজাউলের স্ত্রী মনিরা বেগম জানিয়েছেন, ২০১৬ সালে মামলা দায়েরের পর থেকে বিভিন্ন সময় সাইফুল হুমকি দিয়ে আসছিলেন এবং মামলা প্রত্যাহারে চাপ দিচ্ছিলেন। আজ সকালে সাইফুল ও তার সহযোগীরা আমার বাড়িতে হামলা চালায়।
ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন বলেন, বেড়াবাড়ি গ্রামে দুপক্ষের দ্বন্দ্ব দীর্ঘ দিনের। আমরা বারবার চেষ্টা করেও সমাধান করতে পারিনি। দ্বন্দ্ব নিরসনে প্রশাসনকে উদ্যোগ নেওয়া হয়েছে।
মিজানুর রহমান আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা উভয়পক্ষের ৯ জনকে আটক করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাইফুলের বন্দুকের লাইসেন্স আছে কি না সেটাও আমরা খতিয়ে দেখছি।
Comments