ছুরিকাঘাতে আহত বগুড়া মেডিকেল কলেজ শিক্ষার্থীর মৃত্যু

মেহেরাজ হোসেন ফাহিম। ছবি: সংগৃহীত

ছুরিকাঘাতে আহত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী মেহেরাজ হোসেন ফাহিম (২৬ ) ঢাকা এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন।

আজ রোববার সকালে তিনি মারা গেছেন বলে কলেজ কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

গত ২৩ নভেম্বর সিলিমপুর এলাকায় মেডিকেল কলেজের কাছে ফুটপাতের এক খাবার বিক্রেতার সঙ্গে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে কথা কাটাকাটি হয় মেহেরাজ হোসেন ফাহিমের। ওই সময় সেই খাবার বিক্রেতার ছুরিকাঘাতে আহত হন ফাহিম।

ফাহিমের বাড়ি ঢাকার সবুজবাগ এলাকায়। তার বাবার নাম নুর মোহাম্মদ।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ রেজাউল আলম জুয়েল ডেইলি স্টারকে বলেন, 'আমরা খবর পেয়েছি, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৮টার দিকে ফাহিম মারা গেছেন। তার অবস্থা সংকটাপন্ন ছিল। আমরা গত ২৮ নভেম্বর তাকে ঢাকা পাঠিয়েছিলাম।'

তিনি বলেন, 'আমরা গত ২৩ নভেম্বর ফাহিমের অস্ত্রোপচার করেছিলাম এবং তার খাদ্যনালী কিছু গুরুতর আঘাত পেয়েছি। তাই আমাদের মেডিকেল টিম তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর পরামর্শ দেয়। দুর্ভাগ্যবশত তিনি আজ মারা গেছেন।'

ওই ঘটনায় বগুড়ার সদর উপজেলার মালগ্রাম এলাকার  মো. শাকিল ব্যাপারী (২৬) ও তার বাবা মো. ফরিদ ব্যাপারীকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ওই ঘটনার রাতেই তাদের গ্রেপ্তার করে এবং পরের দিন আদালতে পাঠায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-ই-আলম  সিদ্দিকী জানান, আদালত পরে তাদের জেলে পাঠান।

Comments