উখিয়া ক্যাম্পে এপিবিএন-রোহিঙ্গা বন্দুকযুদ্ধ, ২ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়ায় গুলিবিদ্ধ হয়ে ২ রোহিঙ্গা নিহত হয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দুজন সন্ত্রাসী ছিলেন এবং নিজেদের ছোড়া গুলিতে তারা নিহত হয়েছেন।
বন্দুকযুদ্ধ
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের উখিয়ায় গুলিবিদ্ধ হয়ে ২ রোহিঙ্গা নিহত হয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দুজন সন্ত্রাসী ছিলেন এবং নিজেদের ছোড়া গুলিতে তারা নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রাতে বালুখালী ক্যাম্পের বি-৬২ ও বি-৪৯ ব্লকের মাঝামাঝি এলাকায় এপিবিএন ও রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষ হয়।

নিহত দুজন হলেন—ক্যাম্পের বি-২৮ ব্লকের বাসিন্দা মোহাম্মদ নুর ওরফ ইউনুছের ছেলে সলিম উল্লাহ (৩৩) ও বি-৩৪ ব্লকের বাসিন্দা গোলাম কাদেরের ছেলে মোহাম্মদ রেদোয়ান (২৭)।

এপিবিএন-এর বরাত দিয়ে মোহাম্মদ আলী বলেন, রাতে রোহিঙ্গা মাঝি মোহাম্মদ রফিককে হত্যার উদ্দেশ্যে ৪০ থেকে ৫০ জন জড়ো হয়েছে এমন তথ্য পাওয়া যাবে। এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি চালায়।

নিজেদের ছোড়া গুলিতে ২ রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি বন্দুক, একটি ম্যাগজিন ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Comments