দেশব্যাপী ১-১৫ ডিসেম্বরের বিশেষ অভিযানে গ্রেপ্তার প্রায় ২৪ হাজার

দেশব্যাপী গত ১ থেকে ১৫ ডিসেম্বরের বিশেষ অভিযানে ৭২ জঙ্গি ও তালিকাভুক্ত অপরাধীসহ মোট ২৩ হাজার ৯৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে দায়ের করা ৫ হাজার ১৩২টি মামলায় ৮ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি ১৫ হাজার ৯৬৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ হেডকোয়ার্টার্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এই ১৫ দিনে ৩৩ হাজার ৪২৯টি অভিযান চালানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ৩টি পিস্তলসহ ২৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ লাখ ৮৬ হাজার ৫৯২টি ইয়াবা, ৮ কেজি ৬০০ গ্রাম হেরোইন, ৫ হাজার ৪১৫ বোতল ফেনসিডিল ও ৭ হাজার ৫৮০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে ২ জঙ্গি পালিয়ে যাওয়ার পর গত ২৯ নভেম্বর একটি আদেশ দেয় পুলিশ সদর দপ্তর। এতে পুলিশের প্রতিটি ইউনিটকে ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান শুরু করার নির্দেশ দেওয়া হয়।
তবে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেলকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
Comments