টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে ৮ জনকে অপহরণের অভিযোগ

কক্সবাজারের টেকনাফে আট বাংলাদেশিকে রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার বিকেলে সাগর তীরবর্তী বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় একটি খালে মাছ ধরতে গিয়ে তারা আর ফিরে আসেননি।
অপহৃতরা হলেন জাহাজপুরা এলাকার আবছার উদ্দিন, ছৈয়দ নুরুল মোস্তাফা, করিম উল্লাহ, নুর মোহাম্মদ, মোহাম্মদ উল্লাহ, সেলিম উল্লাহ, রিদুওয়ান ও নুরুল হক।
অপহৃতদের পরিবারের সদস্যরা জানান, পরস্পরের নিকটাত্মীয় আট জন শখের বশে মাছ ধরতে গিয়েছিলেন। অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের অপহরণ করে অজ্ঞাত জায়গায় নিয়ে গেছেন। তাদের মুক্তির জন্য জনপ্রতি ৩ থেকে ৫ লাখ টাকা দাবি করা হচ্ছে। মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দিচ্ছেন অপহরণকারীরা।
বাহার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, রোহিঙ্গা সন্ত্রাসীরাই ৮ জনকে অপহরণ করেছে। ঘটনার ২৪ ঘণ্টা পরও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ওই পাহাড়ি এলাকায় এর আগেও বিভিন্ন সময় অপহরণ ও হত্যার ঘটনা ঘটেছে। টেকনাফের বাহারছড়া, হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সম্প্রতি বেশ কয়েকজন স্থানীয়কে রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণের পর মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়।
তিনি আরও বলেন, অসহায় পরিবারগুলো তাদের স্বজনদের বাঁচাতে জমি, গরু-ছাগল এমনকি বাড়ি বিক্রি করে মুক্তিপণের টাকা জোগাড় করে অপহরণকারীদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছেন। অপহৃত কয়েকজন গুলিবিদ্ধসহ গুরুতর আহত হয়েছেন।
টেকনাফ থানার অধীন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মশিউর রহমান বলেন, পুলিশের একাধিক দল তাদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চালাচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ পাহাড়ে অভিযান অব্যাহত রেখেছে। প্রয়োজনে বিভিন্ন সংস্থার সমন্বয়ে আরও অভিযান চালানো হবে।
Comments